“Light in August” Novel Full Summary in Bengali – An Ultimate Guide

আজ আমরা “Light in August” নামক একটি উপন্যাসের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করব।
The Novel- Light in August
“Light in August” উপন্যাসটি লিখেছেন আমেরিকান সাহিত্যিক William Faulkner।

১৯৩২ সালে রচিত উপন্যাসটির প্রেক্ষাপট ছিল আমেরিকায় বেড়ে উঠা জাতিগত বিভেদের ও হিংসার ঘটনা।
ঊনবিংশ শতাব্দীতে আমেরিকায় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরার মাঝে জাতিগত বিদ্বেষের যে আগুন জ্বলছিল এবং বিভিন্ন ঘটনাবলির দরুন যেই বিভেদের প্রাচীর তাদের মাঝে গড়ে উঠেছিলো সেই পরিস্থিতিটাকেই সাহিত্যিক তুলে ধরতে চেয়েছেন এই উপন্যাসের মাধ্যমে।
আমেরিকান এবং আফ্রিকানদের মধ্যে যে ভেদাভেদ বিদ্যমান ছিল এটাকেই উপন্যাসটির প্রধান Theme হিসেবে রেখেছেন সাহিত্যিক।
এই উপন্যাসে তিনটি আলাদা Plot (খন্ড) রয়েছে। খন্ডগুলি একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গীভাবে জড়িত।
The Characters (চরিত্রগুলো)
উপন্যাসটির শুরু করার পূর্বে চলো সবগুলো চরিত্র সম্পর্কে একবার জেনে নেই।
Major Characters
- LENA GROVE- একজন কমবয়সি গর্ভবতী মেয়ে, যে তার প্রেমিক এবং তার বাচ্চার বাবা Lucas Burch কে খুঁজতে Alabama (আলাবামা) থেকে Jefferson (জেফারসন) এসেছিল।
- BYRON BUNCH- একজন অবিবাহিত পুরুষ যিনি Jefferson (জেফারসন) শহরে একটা কারখানায় (Mill) কাজ করতেন। Lena Grove কে দেখামাত্র তিনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন এবং তাকে তার প্রেমিককে খুঁজতে সাহায্য করেছিলেন।
- GAIL HIGHTOWER- তিনি Jefferson (জেফারসন) শহরের প্রাক্তন মন্ত্রী এবং Byron -র একজন খুব ভালো বন্ধু।
- LUCAS BURCH /JOE BROWN- একজন যুবক যে Lena Grove -র বাচ্চার বাবা। তিনি Lena কে গর্ভবতী করে Alabama (আলাবামা) থেকে পালিয়ে যান। তিনি তার আসল নাম লুকিয়ে Joe Brown নামে Joe Christmas -র সাথে একসাথে Jefferson (জেফারসন) শহরে থাকতেন।
- JOE CHRISTMAS- একজন যুবক যার সাথে Joanna Burden -র অবৈধ সম্পর্ক ছিল ও সে Joanna Burden কে হত্যা করেছিল। অনাথ হওয়ার কারণে সে নিজের পরিচয় নিয়ে সবসময়ই বিভ্ৰান্ত থাকতো।
- JOANNA BURDEN- একজন অবিবাহিত মহিলা যিনি New England থেকে Jefferson (জেফারসন) শহরে এসেছিলেন বিশ্বযুদ্ধের পর।
Minor Characters
- Eupheus “Doc” Hines- তিনি Joe Christmas -র ঠাকুরদা (Grandfather)। তিনি Christmas কে একদম সহ্য করতে পারতেন না।
- Mrs. Hines- তিনি Joe Christmas -র ঠাকুরমা (Grandmother)। তিনি Christmas -র জন্মের পর তাকে কখনো দেখতে পাননি। তাই তিনি যখন শুনতে পান Christmas জেলে রয়েছে Joanna Burden -র হত্যার অপরাধে তখন তাকে একবার দেখার জন্য তিনি জেলে ছুটে যান।
- Milly Hines- Christmas -র মা যে তার জন্মের পরেই মারা যায়।
- Mr. McEachern- তিনি Christmas কে দত্তক নিয়েছিলেন। কিন্তু তিনি তার উপর খুব অত্যাচার করতেন, তাই পরবর্তীতে Christmas তাকে হত্যা করে, যদিও তখন সে ১৮ বছর বয়সী এক যুবক মাত্র।
- Mrs. McEachern- তিনি McEachern -র স্ত্রী।
- Bobbie- Joe Christmas -র প্রেমিকা, যে Memphis শহরে একটি রেস্তোরায় পরিচারিকা হিসাবে কাজ করতো।
- Percy Grimm- Joe Christmas -র হত্যাকারী।
এই উপন্যাসটিতে এই চরিত্রগুলোই আমরা দেখতে পাবো।
The Story Begins (গল্পের সূচনা)
তখন ১৯৩০ সাল। আমেরিকায় তখন “Jim Crow” আইন চালু ছিল যা জাতিগত বিভাজনকে আইনসিদ্ধ করে দিয়েছিলো। সমগ্র আমেরিকাব্যাপী তখন জাতিগত বিদ্বেষের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
এমন একটা সময়ে আমাদের উপন্যাসের সূচনা হয়।
প্রথম খন্ড (1st Plot)
এই উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই Lena Grove নামক এক পিতামাতাহীন ১২ বত্সরের মেয়ে তার ভাইয়ের সাথে Alabama তে বসবাস করে।
ওই শহরে Lena -র সাথে দেখা হয় Lucas Burch -র। Lucas Burch কে এই উপন্যাসে আমরা Joe Brown নামেও জানবো।
Lucas Burch, Alabama তে একটা কারখানাতে কাজ করতো।
কিছুদিনের মধ্যে Lena Grove -র সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরী হয়। কিন্তু Lucas যখন জানতে পারে যে Lena গর্ভবতী, তখন সে তাকে মিথ্যে কথা বলে ওখান থেকে পালিয়ে Mississippi (মিসিসিপি) শহরে চলে আসে।
Lucas তাকে আশ্বাস দিয়ে যায় যে, সে ভালো চাকরি খুঁজে নিয়ে খুব তাড়াতাড়িই তার কাছে ফিরে আসবে।
এদিকে ৬ মাস কেটে যায় কিন্তু Lucas -র কোনো খোঁজখবর না পেয়ে Lena অধৈর্য হয়ে উঠে।
এভাবে কিছুদিন চলার পর Lena -র ভাই যখন তার গর্ভবতী হাওয়ার বিষয়টা জেনে যায় তখন তার উপর মানসিক অত্যাচার করতে শুরু করে।
প্রতিদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে Lena একদিন সিদ্ধান্ত নেয় যে, সে Jefferson শহরে চলে যাবে এবং সেখানে গিয়ে সে Lucas কে খুঁজে বের করবে।
Interesting Fact- আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি Thomas Jefferson -র স্মৃতিতে Jefferson শহরটির নামকরণ করা হয়েছিল।
সে আশা করে হয়তো Lucas কে কোনো কারখানাতে সে খুঁজে পেয়ে যাবে এবং তখন তাকে বিয়ে করবে।
যখন Lena, Jefferson শহরে এসে পৌঁছায় তখন Lucas ওই শহরেই ছিল কিন্তু সে তার নাম পরিবর্তন করে সবার কাছে তাকে Joe Brown হিসেবে পরিচিতি দিয়েছিলো।
Lena যেদিন প্রথম Jefferson শহরে আসে সে দেখে যে ওখানে একটি বাড়িতে আগুন লেগেছে এবং ওই ঘরটি ছিল Joanna Burden -র।
Note:- Joanna Burden সম্পর্কে আমরা এই উপন্যাসের দ্বিতীয় খন্ডে জানতে পারবো।
Jefferson শহরে আসার পর Lena -র পরিচয় হয় Byron Bunch -র সাথে, যে একজন লাজুক ও ঠান্ডা প্রকৃতির মানুষ ছিল।
Byron, Jefferson শহরে একটা কারখানায় কাজ করতো। Lena কে দেখামাত্রই Byron তার প্রেমে পরে যায়।
সমস্তদিকেই সে Lucas থেকে অনেক সুযোগ্য ছিল Lena -র জন্য। কিন্তু সে যেহেতু খুব লাজুক প্রকৃতির মানুষ ছিল তাই সে Lena কে তার মনের কথা খুলে বলতে পারেনি।
এদিকে কথায় কথায় Lena তার সমস্ত ঘটনা Byron কে জানায়। Lena যে তার বাচ্চার বাবা Lucas কে খুঁজতে এসেছে এটা জানার পর সে তাকে কথা দেয় সে তাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে।
তার সাহায্যে Lena, Lucas কে খুঁজতে শুরু করে। Byron তাকে বলে Lucas -র একটা বর্ণনা দেওয়ার জন্য।
Lena যখন Lucas -র বর্ণনা দিতে শুরু করে তখন Byron -র তাকে খুব চেনা চেনা বলে মনে হয়। কিন্তু Byron যার কথা ভাবছিলো তার নাম ছিল Joe Brown।
তাই Byron, Lena কে জিজ্ঞাসা করে যে তার মুখে কি কোন সাদা দাগ ছিল? Lena তখন উত্তরে হ্যাঁ বলে।
তখন Byron তাকে জানায় যে Lucas তার নাম পরিবর্তন করে তাদের সাথে কিছুদিন কারখানায় কাজ করেছিল। তারপর সে একদিন কাউকে কিছু না বলে ওখান থেকে পালিয়ে যায়।
এখানে “Light in August” উপন্যাসের দ্বিতীয় খন্ড শুরু হয়।
দ্বিতীয় খন্ড (2nd Plot)
এই খন্ডে আমরা Joe Christmas -র সম্পর্কে জানতে পারবো।
Joe Christmas ছিল একজন অনাথ। তার মা Milly Hines একজন শেতাঙ্গ মহিলা ছিলেন এবং তার বাবা ছিল একজন কৃষ্ণাঙ্গ পুরুষ।
তার জন্মের পর Mr. Doc Hines, তার ঠাকুরদা, Milly -র বাবা, তাকে অনাথ আশ্রমে দিয়ে আসে এবং তার মা Milly কে ভুল খবর দেয় যে তার বাচ্চা মারা গেছে।
এই খবর শুনে Milly মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খায় এবং মৃত্যুবরণ করে।
কিছুদিন পর অনাথ আশ্রম থেকে Mr.McEachern, Christmas কে দত্তক নিয়ে নেয়।
কিন্তু সে সেখানে ভালোবাসা, যত্ন কিছুই পায়নি। McEachern তাকে খুব মারধোর,গালিগালাজ করতেন।
যদি তুমি Article পড়ার বদলে Video দেখা বেশি পছন্দ করো, তাহলে এই ভিডিওটি থেকেও উপন্যাসটির পুরো ধারনা তুমি পেয়ে যাবে।
আস্তে আস্তে Christmas বড়ো হতে থাকে।
Bobbie নামক একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়, যে Memphis শহরে একটি রেস্তোরায় পরিচরিকা (Waitress) হিসাবে কাজ করতো।
Christmas যেদিন তার বাবা Mr.McEachern কে হত্যা করে সেদিনই Bobbie কে Propose করে, কিন্তু সে তাকে অপমান করে চলে যায়।
এই ঘটনায় Christmas খুব বিষন্ন হয়ে পরে এবং শহর ছেড়ে চলে যায়। তারপর থেকে সে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে থাকে।
এই উপন্যাস শুরুর ৩ বছর পর Christmas, Jefferson শহরে আসে। ওখানে আসার পর কিছুদিন কোনো কাজ না পেয়ে, না খেয়ে খুব কষ্টের মধ্যে তার দিন কাটছিলো।
হটাৎ একদিন সে Joanna Burden -র বাড়িতে চুরি করতে যায়, যেখানে আকস্মিকভাবে Joanna Burden -র সাথে তার পরিচয় হয়।
Joanna Burden ছিলেন একজন অবিবাহিত মহিলা যিনি বিশ্বযুদ্ধের পর New England থেকে Jefferson (জেফারসন) শহরে চলে এসেছিলেন।
কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের প্রতি আসক্তির দারুন ওই শহরের মানুষ Joanna কে তেমন একটা পছন্দ করতো না। তাই সে শহর থেকে অনেকটা দূরে একটি বাড়িতে বসবাস করতো।
Christmas তারপর থেকে Joanna -র বাড়িতে থাকতে শুরু করে এবং তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক গড়ে উঠে।
কিছুদিন পর সে একটা কারখানাতে কাজ করতে শুরু করে এবং সেখানে তার সাথে দেখা হয় Lucas -র। ওই কারখানাতে Byron ও আগে কাজ করতো।
Read Similar Articles
“The Great Gatsby” Novel Full Summary in Bengali – An Ultimate Guide
“The Color Purple” Novel Full Summary In Bengali – An Ultimate Guide
Lucas, Christmas -র কাছে তার আসল নাম গোপন করে Joe Brown হিসেবে তার পরিচয় দেয়। আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে এবং তারা দুইজনই Christmas -র বান্ধবী Joanna -র বাড়িতে থাকতে শুরু করে।
Christmas -র সাথে Joanna -র সম্পর্ক প্রথমদিকে খুবই আবেগপ্রবন ছিল। কিন্তু Joanna আস্তে আস্তে ধর্মের প্রতি আসক্ত হয়ে পরে।
সে Christmas কে ও আস্তে আস্তে তার মতো ধর্মের প্রতি আসক্ত করে তুলতে চেয়েছিলো, কিন্তু Christmas তাতে রাজি হয়নি। তাই Joanna তার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখায় এবং তাকে বন্দুকের মুখে দাঁড় করিয়ে জোড়াজোরী করে, কিন্তু সে সফল হয়নি।
এর কিছুদিন পর Joanna -র বাড়িতে হটাত্ আগুন লেগে যায় ও সে মারা যায়।
এই উপন্যাসে আমরা Joanna -র মৃত্যুর জন্য কে দায়ী এটা সম্পর্কে কোনো স্পষ্টীকরণ পাই না।
যেদিন Joanna -র বাড়িতে আগুন লাগে ওইসময় Joe Brown ওই বাড়ি থেকে বের হচ্ছিল। ওই মূহুর্তে একজন কৃষক বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে হটাত্ দেখতে পায় ও ধারণা করে হয়তো সেই আগুনটা লাগিয়েছে।
পুলিশ ও তাকে Joanna -র হত্যাকারী হিসেবে সন্দেহ করে খুঁজতে শুরু করে। যখন তারা তাকে খুঁজে পায় সে তাদের জানায় যে, সে Joanna কে হত্যা করেনি বরং Joanna -র হত্যার জন্য দায়ী Joe Christmas। তখন পুলিশ Joe Christmas কে খুঁজতে শুরু করে।
অপরদিকে Joe Christmas ভয়ে Jefferson থেকে পালিয়ে Mottstown শহরে চলে যায়, যেটি Jefferson -র নিকটবর্তী একটা শহর ছিল।
কিছুদিন পর পুলিশ তাকে ওই শহরে গ্রেপ্তার করে ও Jefferson শহরে নিয়ে আসে।
এমন সময় Mr. এবং Mrs. Hines, Jefferson শহরে এসে Gail Hightower -র সাথে দেখা করেন এবং তাকে জানায় যে Joe Christmas আসলে তাদের নাতি।
Note:- Gail Hightower -র সম্পর্কে আমরা উপন্যাসের শেষ খন্ডে জানতে পারবো।
তৃতীয় খন্ড (3rd Plot)
Gail Hightower ছিলেন Jefferson শহরের একজন প্রাক্তন মন্ত্রী যিনি তার স্ত্রীর সাথে অনেকবছর আগে এই শহরে এসেছিলেন।
কিন্তু বর্তমানে তিনি বৈরাগীর মতো জীবন কাটাচ্ছিলেন কারণ এই শহরের মানুষ তাকে তেমন একটা পছন্দ করতো না।
একদিন তার স্ত্রী তাকে একজন মহিলার সাথে হোটেলের কক্ষে হাতেনাতে ধরে ফেলেছিল, তারপর সে আত্মহত্যা করে। যার ফলস্বরূপ Hightower কে চার্চ থেকেও বের করে দেওয়া হয়েছিল।
Gail Hightower -র পূর্বপুরুষরা বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলন, সে একা বসে বসে তাদের কথাই ভাবতো সবসময়।
সে তার অতীতকে আকড়ে ধরে থাকতেই ভালোবসতো। Jefferson শহরের কেউই তার সাথে কথা বলতো না, তাই সে ঐভাবে জীবন কাটাতো।
একমাত্র Byron Bunch ই তার খুব ভাল বন্ধু ছিল।
সে Gail কে Lena -র কথাও বলেছিল যে সে Lucas নামে একজন কে খুঁজছিলো।
এদিকে Joe Christmas -র ঠাকুরমা তার সাথে দেখা করতে যায় জেলে তার ঠাকুরদার অনিচ্ছা সত্ত্বেও। সে Christmas কে Hightower -র কাছে সাহায্য চাওয়ার জন্য বলে।
তারপর পুলিশ যখন তাকে কোর্টে নিয়ে যাচ্ছিলো তখন সে ওখান থেকে পালিয়ে Hightower -র বাড়িতে চলে যায়।
দুর্ভাগ্যবশত Percy Grimm নামক এক নৃশংস হত্যাকারী তখন তার পিছু নেয় এবং Hightower -র বাড়িতে পৌছার পর মুহুর্তেই Christmas কে সে গুলি করে হত্যা করে Hightower -র সামনেই, যদিও সে যথাসাধ্য বাঁধাপ্রদান করার চেষ্টা করেছিল।
তারপর সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
এদিকে Byron, Lena এবং Joe Brown -র (যাকে Lena, Lucas নামে চেনে) দেখা করার ব্যবস্থা করে।
কিন্তু Brown তখনও Lena কে হতাশ করে ও সেখান থেকে পালিয়ে যায়। তখন Byron তার পিছু নেয় ও দুজনের মাঝে ধস্তাধস্তি হয়। Brown তাকে ধাক্কা মেরে চলন্ত ট্রেনে উঠে পরে এবং সেখান থেকে পালিয়ে যায়।
উপন্যাসটির একদম অন্তিম পর্যায়ে দেখা যায় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার স্ত্রীকে বলছে, সে দুইজন অপরিচিত মানুষকে এইমাত্র Tennessee শহরে নামিয়ে দিয়ে এলো। তাদের সাথে একটা বাচ্চা ও ছিল।
ওই দুই অপরিচিত ব্যক্তিরা আর কেউ নয়, তারা ছিল Lena এবং Byron, যারা তখনো Joe Brown (যাকে Lena, Lucas নামে চেনে) কে খুঁজছিলো।
এটাই ছিল “Light in August” উপন্যাসের Final Shot এবং এইভাবে এই উপন্যাসের সমাপ্তি ঘটে।
Important Facts
এই উপন্যাসের শিরোনাম “Light in August” ইঙ্গিত করে একটা বাড়িতে লাগা আগুনের লেলিহান শিখার দিকে, যা এই উপন্যাসের কেন্দ্রবিন্দু।
August মাসে লাগা এই আগুনটিকে ঘিরেই সম্পূর্ণ উপন্যাসটির সূত্রপাত, যা অনেক অনেক দূর থেকে দৃশ্যমান ছিল।
যদিও প্রথম এই উপন্যাসটির শিরোনাম ছিল “Dark House”, পরবর্তীতে লেখক তার স্ত্রীর পরামর্শক্রমে শিরোনাম পরিবর্তন করেন এবং ১৯৩২ সালে “Light in August” নামে উপন্যাসটি প্রকাশিত হয়।
আশা করি “Light in August” উপন্যাসটি তোমাদের ভালো লাগবে এবং যদি এটা থেকে তোমরা কিছু শিখতে পারো এটা হবে আমার কাছে অতি আনন্দের বিষয়।
যদি তোমার মতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমি Miss করে থাকি অবশ্যই আমাকে জানিও নিচে Comments Box এ Comments র মাধ্যমে।
আর যদি উপন্যাসটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই Share করো সবার সাথে।
আরও পড়ুন– IGNOU GUIDES.
এমন আরো তথ্য পাওয়ার জন্য আমাকে Follow করুন 👉🏽👉🏽 Facebook, Instagram & Twitter.
IGNOU M.A English সম্পর্কিত এমন আরো Video পাওয়ার জন্য Subscribe করুন আমার YouTube চ্যানেলটি।
Join KathaBarta on Social Media 👉🏽👉🏽 Facebook, Twitter & YouTube.