“The Color Purple” Novel Full Summary In Bengali – An Ultimate Guide

আজ আমরা “The Color Purple” নামক একটি উপন্যাসের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করব।
“The Color Purple” উপন্যাসটি Celie নামক একজন আফ্রিকান-আমেরিকান কিশোরীর জীবনের কাহিনী বর্ণনা করে। তার জীবনের বিভিন্ন চড়াই-উত্রাই পেরিয়ে সে কিভাবে অবশেষে শান্তির সন্ধান খুঁজে পায় আমরা এই উপন্যাসের মাধ্যমে তা জানতে পারি।
তো চলো শুরু করা যাক।
“The Color Purple” একটা বর্ণবাদী উপন্যাস (Epistolary Novel)। এই উপন্যাসটি লিখেছেন “Alice Walker” নামে একজন আমেরিকান লেখক ১৯৮২ সালে।

The Characters (চরিত্রগুলো)
গল্পের ভিতরে প্রবেশ করার আগে সবগুলি চরিত্রের সম্পর্কে আগে জেনে নেওয়া যাক-
- Celie- দক্ষিণ আমেরিকার এক দরিদ্র, অশিক্ষিত ১৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মেয়ে, উপন্যাসের মূল চরিত্র।
- Nettie- Celie র বোন।
- Alphonso- Celie এবং Nettie এর সৎ বাবা।
- Albert- Celie -র স্বামী।
- Shug- Albert -র প্রাক্তন স্ত্রী।
- Harpo- Albert -র পুত্র।
- Sofia- Harpo -র স্ত্রী।
- Samuel- একজন ধর্ম প্রচারক, Celie -র সন্তান দত্তক নেওয়া ব্যক্তি।
- Carrine- Samuel -র স্ত্রী।
- Adam- Celie -র ছেলে।
- Olivia- Celie -র মেয়ে।
- Tashi- Adam -র স্ত্রী, একটি আফ্রিকান মেয়ে।
এই চরিত্রগুলোই আমরা এই উপন্যাসে পাবো।
Celie ১৯০০ -এর দশকের গোড়ার দিকের দক্ষিণ আমেরিকার একজন দরিদ্র, অশিক্ষিত ১৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মেয়ে।
Nettie হলো Celie -র বোন। তারা Alphonso -র দুই মেয়ে।
এই উপন্যাসের শুরুতেই আমরা দেখবো, Celie, যে ১৪ বৎসরের একটি মেয়ে সে ভগবানকে উদ্দেশ্য করে চিঠি লেখছে।
Celie ভগবানের উদ্দেশ্যে লেখা তার প্রথম চিঠিতে জানায়, তার বাবা Alphonso তাকে ধর্ষণ করেছে ২ বার এবং এই কথা সে যাতে কাওকে না জানায় এই ধমকিও দিয়েছে তাকে। তাই সে একান্ত নিরুপায়। একমাত্র ভগবানকেই এই কথা বলতে পারবে বলে সে মনে করে।
এই কারণে সিলি ২ বার গর্ভবতীও হয় এবং তাকে তার বিদ্যালয় থেকেও বের করে দেওয়া হয়।
Celie -র প্রথম গর্ভাবস্থায় Adam নামে একটি ছেলের জন্ম হয়েছিল, যাকে Alphonso অপহরণ করে এবং Celie মনে করে যে সে তাকে হত্যা করেছে।
এরপরে Celie -র দ্বিতীয় সন্তান হয়, দ্বিতীয় সন্তানের নাম ছিল Olivia, সে ছিল একটি মেয়ে, তবে Alphonso তার জন্মের পরেই শিশুটিকে নিয়ে যায়।
অপরদিকে Celie -র মা তার মৃত্যুবস্থায় Alphonso -কে অভিশাপ দিয়ে মারা যায়।
এমন অবস্থায় Alphonso তার বাচ্চা দুটো কে একটা মিশনারীকে দিয়ে দেয়, যেখান থেকে একটা পরিবার তাদের দত্তক নেয়।
যখন Celie -র মা মারা যায়, তখন Alphonso, Celie -র বিয়ে Albert -র সাথে দিয়ে দেয়। যদিও Albert প্রথম Netti কে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু Nettie রাজি না হওয়াতে সে Celie কে বিয়ে করে।
বিয়ের পর Celie খুব কষ্টকর জীবন কাটাচ্ছিল। সে Albert -র ছেলের দেখাশুনা করতো এবং বাড়ির সমস্ত কাজ করতো।
যদি তুমি Article পড়ার বদলে Video দেখা বেশি পছন্দ করো, তাহলে এই ভিডিওটি থেকেও উপন্যাসটির পুরো ধারনা তুমি পেয়ে যাবে।
তা সত্ত্বেও Albert তাকে মারধর করতো এবং তার অনিচ্ছা সত্ত্বেও তার সাথে শারীরিক সম্পর্ক তৈরী করার চেষ্টা করতো।
কিছুদিন পর Nettie যখন বাড়ি থেকে পালিয়ে এসে Celie -র এখানে থাকতে আসে, Celie তা দেখে খুব খুশি হয়, কিন্তু Albert তাতে একদম খুশি হয়নি। উল্টো সে Nettie কে খারাপ নজরে দেখতে শুরু করে।
এই অবস্থায় Nettie সেখান থেকে চলে যেতে চাইলে Celie তাকে কিছুদিন আগে জেনারেল স্টোরে পরিচয় হওয়া কৃষ্ণাঙ্গ মহিলাটির কাছ থেকে সহায়তা চাইতে পরামর্শ দেয়।
তারপর Nettie অল্পেতে তার সন্মান রক্ষা করে ওখান থেকে পালিয়ে যায়।
পালানোর পর Nettie, Celie -র পরামর্শ মতো ওই মহিলাটিকে খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যে সে তাকে খুঁজে পেয়ে যায় এবং সে ওই মহিলার পরিবারে পরিচারিকা রূপে কাজ করতে শুরু করে।
ওই পরিবারের মালিক ছিলেন Samuel এবং তার স্ত্রী ছিলেন Carrine।
তারা দুইজনই ধৰ্ম প্রচারক ছিলেন। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন।
কাজে যোগ দেওয়ার পর Nettie খুব সহজেই তাদের পরিবারের সাথে মিশে যায় এবং খুব যত্ন সহকারে তাদের সন্তানের দেখাশুনা করতে থাকে।
কিছুদিন পর তারা ঠিক করে তারা আফ্রিকা যাবে, এই কথাটি তারা Nettie কে জানায় এবং তাকে জিজ্ঞেস করে সে কি তাদের সাথে আফ্রিকা যাবে?
Nettie সাথে সাথে বলে দেয় সে রাজি আছে এবং তাদের সাথে আফ্রিকা চলে যায়।
আফ্রিকা যাবার পর ওইখানের প্রতিবেশীরা Nettie কে Samuel -র দ্বিতীয় স্ত্রী বলে মনে করতো, তাতে Carrine খুব রাগ করতেন এবং তিনি Nettie কে দূরে রাখতে চেষ্টা করতেন তার পরিবারের কাছ থেকে।
ওখানে কিছুদিন থাকার পর Nettie একদিন তাদের কাছে জানতে চায়, তারা তাদের বাচ্চাদের কিভাবে দত্তক নিয়েছে। তখন Samuel তাকে সম্পুর্ন ঘটনা জানায়।
তার কিছুদিন পর Netti বুঝতে পারে যে, এই দুইটি বাচ্চা আসলে তার বোন Celie -র। এই সত্যিটা সে তাদের জানায়, যদিও তারা প্রথমে তার কথা বিশ্বাস করতে চাইনি।
কিন্তু তারপর যখন Carrine অসুস্থ হয়ে পরে তখন সে তার ভুল বুঝতে পেরে তার ছেলে-মেয়ের দায়িত্ব সে Nettie -র হাতে তুলে দেয় এবং সে Samuel কে বলে যায় তার মৃত্যুর পর সে যেন Nettie কে বিয়ে করে নেয়।
এই ঘটনার কিছুদিনের মধ্যেই Carrine -র মৃত্যু হয় এবং Samuel, Nettie কে বিয়ে করে তাদের নতুন সংসার শুরু করে।
অন্যদিকে Celie -র জীবনধারা একইরকম চলছিল।
Albert যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন সে তার প্রাক্তন স্ত্রী Shug কে দেখতে পায়। সে ওই সময় খুব অসুস্থ ছিল।
Albert, Shug কে তার বাড়িতে নিয়ে আসে। Celie, Shug -র খুব ভাল করে যত্ন করতে থাকে।
প্রথম দিকে Shug, Celie কে পছন্দ না করলেও কিছুদিন পর সে Celie কে পছন্দ করতে শুরু করে এবং আস্তে আস্তে তারা খুব ভালো বন্ধুতে পরিণত হয়।
এদিকে Albert -র ছেলে Harpo সময়ের সাথে সাথে বড় হয়ে যায় এবং Sofia নামের একটি মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। Sofia যখন গর্ভবতী হয়ে যায় ওই সময় Harpo তাকে বিয়ে করে নেয়।
বিয়ের কিছুদিন পর Harpo তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার শুরু করে ঠিক তার বাবার মত।
কিন্তু Sofia ছিল একজন আধুনিক ঘরাণার মেয়ে। সে Harpo -র এই ব্যবহার মেনে নিতে পারছিলো না। তাই সে Harpo -র সাথে বিবাহবিচ্ছেদ করে ওখান থেকে চলে আসে।
Sofia চলে যাবার পর Harpo খুব বিষন্নতায় জীবন কাটাতে থাকে।
এভাবে কিছুদিন চলার পর Harpo ঠিক করে সে তার বাড়িতে একটি Bar খুলবে। কিছুদিনের মধ্যে সে খুলেও ফেলে, কিন্তু সেই Bar -এ প্রথম প্রথম কেউ আসছিলো না।
তাই একদিন সে তার Biological মা Shug কে তার Bar -এ গান গাওয়ার জন্য প্রস্তাব দেয়, কারণ তার মা Shug একসময় খুব ভালো গায়িকা ছিলেন। তার মা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে।
ঠিক এমন সময় Albert আসে এবং Celie কে Shug -র সাথে যাওয়ার জন্য নিষেধ করে। কিন্তু Shug, Celie কে সাথে করে নিয়ে যায় তার গানের অনুষ্ঠানে। Shug -র গানের অনুষ্ঠান শুরু হয় এবং খুব ভিড় সমাগম হতে শুরু করে।
যার দরুন Hapro -র Bar ধীরে ধীরে চলতে শুরু করে।
অপরদিকে অনেকদিন পর Sofia, Harpo -র সাথে একবার দেখা করার জন্য ফিরে আসে এবং Harpo -র নতুন বান্ধবী, Squeak -র সাথে তার ঝগড়া বেঁধে যায়।
তারপর শহরে একদিন Sofia তার নতুন পুরুষ-বন্ধু, একজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের নিজ নিজ সন্তানদের নিয়ে উপভোগ করছিলো যখন তার লড়াই হয়ে যায় ওই শহরের মেয়রের সাথে।
পুলিশ এসে Sofia কে নৃশংসভাবে মারধর করে ও তাতে তার এক চোখ অন্ধ হয়ে যায়। পরবর্তীকালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কারাগারে থাকাকালীন Squeak, Sofia -র বাচ্চাদের যত্ন করে এবং এই দুই মহিলার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। Sofia অবশেষে মুক্তি পেয়ে মেয়রের স্ত্রীর সাথে কাজ শুরু করে।
ওদিকে Harpo -র জীবনের সবকিছু ঠিক হবার পর এবং Shug সুস্থ হওয়ার পর, Shug ঠিক করে সে তার বাড়ি চলে যাবে। কিন্তু Celie তাকে আটকায় এবং এতদিন সে যা Shug থেকে লুকিয়ে রেখেছিল তাকে সব বলে দেয়।
Read Similar Articles
“Light in August” Novel Full Summary in Bengali – An Ultimate Guide
“The Great Gatsby” Novel Full Summary in Bengali – An Ultimate Guide
সে তাকে জানায় যে Albert বিয়ের পর থেকেই তার উপর অত্যাচার শুরু করে এবং বিয়ের এত বছর পার হয়ে যাওয়া স্বত্তেও সে কোনোওদিন শারীরিক সম্পর্কের আনন্দটুকু উপভোগ করতে পারেনি। তাই সে তার সাথে জীবন উপভোগ করতে চায়।
যদিও Shug পুনরায় বিয়ে করেছিল কিন্তু তা সত্ত্বেও সে Celie -র সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে।
একদিন Shug জানতে পারে Celie -র বোন Nettie, Celie -র জন্য যে চিঠিগুলি লিখেছিলো সেগুলি Albert নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে।
এই চিঠিগুলির কথা Celie জানতো না। Shug তৎক্ষণাৎ Celie কে এই চিঠিগুলির ব্যপারে জানায়। Celie তা শুনে খুব রেগে যায় এবং Albert কে গিয়ে প্রশ্ন করে- কেন ঐ চিঠিগুলো সে তাকে না দিয়ে লুকিয়ে রেখেছিলো ?
সে ওই চিঠিগুলি Albert থেকে জোরপূর্বক নিয়ে নেয় এবং ওই চিঠিগুলো পড়ে সে জানতে পারে Nettie -র জীবনের এতদিনের সমস্ত ঘটনাবলীর বৃত্তান্ত এবং তার বিয়ের কথা। তার দুই সন্তান কোথায় আছে এটাও সে জানতে পারে।
তারপর Celie ঠিক করে সে Albert এর সাথে বিবাহবিচ্ছেদ করবে। তার অত্যাচার সে আর সহ্য করবে না।
এই কথা জানার পর Albert, Celie কে হুমকি দেয় যে, যদি Celie তার সাথে বিবাহবিচ্ছেদ করে তাহলে সে কোনোদিনই Nettie -র বাকি চিঠিগুলি আর খুঁজে পাবে না।
তা সত্ত্বেও Celie, Albert -র সাথে বিবাহবিচ্ছেদ করে এবং Shug -র সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে।
তারপর Celie এবং Shug দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করে। আস্তে আস্তে ওই ব্যবসা খুব বড় হয় এবং Celie অর্থনৈতিক ভাবে ক্রমশ শক্তিশালী হতে থাকে।
এমন সময় Celie ও Nettie -র বাবা, Alphonso মারা যায় এবং তার সমস্ত পৈতৃক সম্পত্তি সে তার দুই মেয়ের নামে লিখে দিয়ে যায়।
এই ঘটনার পর Celie তার পৈতৃক বাড়িতে ফিরে আসে এবং ওই বাড়ি সম্পূর্ণ নতুনভাবে তৈরী করে। তারপর সে সেখানে থাকতে শুরু করে এবং নিজের ব্যাবসা ওখান থেকেই চালিয়ে যায়।
কিছুদিন যাওয়ার পর Celie বুঝতে পারে Shug ছাড়া সে অসম্পূর্ণ। তাই যখন Shug তার স্বামীকে ছেড়ে Celie -র কাছে চলে আসে তখন তারা দুজন আবার একসাথে একটা নতুন জীবন শুরু করে।
ইতিমধ্যে Nettie জানতে পারে যে Alphonso তাদের সৎ বাবা। তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মাকে Alphonso বিয়ে করেছিল।
ঐদিকে Celie -র ছেলে Adam এবং মেয়ে Olivia সময়ের সাথে সাথে বড়ো হয়ে যায়। Adam, Tashi নামক একজন আফ্রিকান মেয়েকে বিয়ে করে।
Nettie যখন কিছুদিন পর তার পুরো পরিবার নিয়ে তার বাবার এখানে ঘুরতে আসে, তখন সে ওখানে Celie কে দেখে খুব খুশি হয় এবং তারা দুইজন দুইজনকে স্নেহপূর্বক আলিঙ্গন করে।
এরপর তারা সবাই মিলে একসাথে আনন্দে থাকতে শুরু করে। Celie এবং Nettie ৩০ বছর পর আবার একসাথে মিলিত হয়, এইরকম ভাবেই উপন্যাসটির সমাপ্তি ঘটে।
Conclusion (উপসংহার)
“The Color Purple” একটি নারীবাদী উপন্যাস।
“The Color Purple” উপন্যাসটি নিরলসভাবে একজন কৃষ্ণাঙ্গ মহিলার দুর্বলতার দিকে মনোনিবেশ করে। অতীত সমাজে কৃষ্ণাঙ্গ মহিলারা এমনকি অন্যান্য মহিলারাও বিভিন্ন কারণে তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হয়েছেন।
“The Color Purple” উপন্যাসে লেখিকা Alice Walker, Celie নামক চরিত্রটি কিভাবে তার নিজের জীবনে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হয়েও সাহস না হারিয়ে তার জীবনে ঘুরে দাঁড়িয়েছে এটাই উপস্থাপিত করেছেন আমাদের সামনে।
বর্তমানের পুরুষ-তান্ত্রিক সমাজে কিভাবে একজন মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারে ও সম্মান পূর্বক মাথা তুলে বেঁচে থাকতে পারে “The Color Purple” উপন্যাস তারই পরিচয়।
উপন্যাসটি লিঙ্গ সমতাকেও সম্বোধন করে।
“The Color Purple” উপন্যাসটি সমগ্র বিশ্বব্যাপী খুব সমাদৃত হয়েছে।
আশা করি “The Color Purple ” উপন্যাসটি তোমার ভালো লাগবে এবং যদি এটা থেকে তুমি কিছু শিখতে পারো তবে এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়।
যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় তোমার মতে আমি Miss করে থাকি তাহলে তুমি নিশ্চয় আমাদের সাথে সেটা Share (শেয়ার) করো নিচে Comments (কমেন্টস) Box এ তোমার মতামত জানানোর মাধ্যমে।
আর যদি তোমার এই উপন্যাসটি ভালো লাগে অবশ্যই Share (শেয়ার) করো সবার সাথে।
আরও পড়ুন- IGNOU GUIDES.
এমন আরো তথ্য পাওয়ার জন্য আমাকে Follow করুন 👉🏽👉🏽 Facebook, Instagram & Twitter.
IGNOU M.A English সম্পর্কিত এমন আরো Video পাওয়ার জন্য Subscribe করুন আমার YouTube চ্যানেলটি।
Join KathaBarta on Social Media 👉🏽👉🏽 Facebook, Twitter & YouTube.