“The Great Gatsby” Novel Full Summary in Bengali – An Ultimate Guide

আজ আমরা “The Great Gatsby” নামক একটি উপন্যাসের সারসংক্ষেপ সম্পর্কে আলোচনা করব।
“The Great Gatsby” উপন্যাসটি আমেরিকার একজন অত্যন্ত ধনী ব্যক্তিত্বের জীবন কাহিনী তুলে ধরে। যিনি তার চাকচিক্য পূর্ণ জীবনের মাঝেও সর্বদা একজন সুন্দরী বিবাহিত মহিলার অসম্ভব আকর্ষণে হারিয়ে থাকতেন। ওই মহিলার প্রতি তার অত্যধিক আবেশ কিভাবে তাকে অন্ধকার পথের দিকে নিয়ে যায় লেখক এই উপন্যাসের মাধ্যমে আমাদের সামনে তা তুলে ধরেন।
এই উপন্যাসের বিভিন্ন চরিত্রগুলোর সময়ের সাথে নানা উত্থান-পতনের কাহিনী উপস্থাপনের দ্বারা লেখক দিকভ্রান্ত এক লস্ট জেনারেশনের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন।
এটা একটা মোটামোটি ধারনা। এখন মূল উপন্যাসটির দিকে এগিয়ে যাওয়া যাক।
“The Great Gatsby” উপন্যাসটি লিখেছেন মার্কিন কথাসাহিত্যিক F.Scott Fitzgerald।

১৯২৫ সালে রচিত এই উপন্যাসটির মূল প্রেক্ষাপট ছিল সুদূর আমেরিকার লং আইল্যান্ড -এর East Egg এবং West Egg শহরে বসবাসকারী কিছু চরিত্র।
অনেক সাহিত্য সমালোচক “The Great Gatsby” কে এখন পর্যন্ত রচিত সেরা উপন্যাস হিসাবে বিবেচনা করে।
The Characters (চরিত্রগুলো)
উপন্যাসটির ভিতরে যাওয়ার আগে চলো আমরা সবগুলো চরিত্র সম্পর্কে একবার জেনে নেই।
1. NICK CARRAWAY- তিনি Yale থেকে স্নাতকত্বের পড়াশুনা শেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর Bond সংক্রান্ত ব্যবসা সম্পর্কে শিক্ষার জন্য Minassota শহর ছেড়ে West Egg শহরে চলে আসে। তিনি আমাদের এই উপন্যাসের মূল বক্তা (First Person Narrator) হিসাবেও কাজ করেন।
2. JAY GATSBY- America -র North Dakota শহরের একজন রহস্যময় ব্যক্তি যিনি অতীতে মিলিটারিতে চাকরি করতেন। কিন্তু পরবর্তীতে তিনি একজন অনেক বড়ো ব্যবসায়ী হয়ে উঠেন শুধুমাত্র উনার জীবনের প্রেমিকা Daisy Buchanan কে পাওয়ার জন্য।
3. DAISY BUCHANAN- Nick Carraway -র Cousin বোন এবং Tom Buchanan -র স্ত্রী। তিনি Jay Gatsby -র প্রেমিকা ও ছিলেন।
4. TOM BUCHANAN- Daisy -র স্বামী এবং Nick Carraway -র সহপাঠক। তিনি East Egg শহরে বসবাসকারী একজন ধনী ব্যক্তিত্ব।
5. JORDAN BAKER – Daisy -র বান্ধবী এবং Nick Carraway -র প্রেমিকা। তিনি একজন গল্ফ খেলোয়াড় ছিলেন।
6. GEORGE B. WILSON- একজন মেকানিক এবং গ্যারাজের মালিক। উনাকে তার স্ত্রী Myrtle এবংTom Buchanan দুজনই ঘৃণা করতেন।
7. MYRTLE WILSON- George Wilson -র স্ত্রী এবং Tom Buchanan -র প্রনয়িনী (Mistress)।
এই উপন্যাসটিতে এই চরিত্রগুলোই আমরা দেখতে পাবো।
The Story Begins (গল্পের সূচনা)
উপন্যাসের সূচনা হয় ১৯২২ সালে New York -র একটি শহর East Egg থেকে।
প্রথম বিশ্বযুদ্ধের পর Nick Carraway নামে একজন কমবয়সি যুবক Yale শহর থেকে পড়াশুনা শেষ করে Minnasota শহর ছেড়ে Bond ব্যবসা শেখার জন্য এবং কাজের খুঁজে New York -র West Egg শহরে একটা জনবহুল এলাকাতে ঘর ভাড়া করে থাকতে শুরু করে।
ওই এলাকার ঠিক পাশেই ছিল Jay Gatsby -র বিশাল অট্টালিকা।
West Egg শহরটি ছিল একটি খুব পুরোনো জায়গা, যেখানে নতুন নতুন ধনী ব্যক্তিরা বসবাস করতে শুরু করেন। ওই জায়গাটা অতি জনবহুল হওয়ার দরুন Nick -র ওখানে থাকতে একদম ভালো লাগতো না।
অন্যদিকে, West Egg -র বিপরীতে থাকা East Egg শহরে Nick -র Cousin, Daisy এবং তার স্বামী Tom Buchanan বসবাস করতো।
একদিন Nick তার গাড়ি নিয়ে Tom এবং Daisy -র সাথে দেখা করতে চলে যায় তাদের বাসায়।
Tom, Nick -র Cousin, Daisy -র স্বামী হলেও সে Nick কে অনেক আগে থেকেই চিনতো। তারা একসাথে Yale থেকে স্নাতকের পড়াশোনাও করেছিল।
কিছুক্ষন পর Daisy ও Tom -র প্রতিবেশী Jordan তাদের সাথে যোগ দেয় এবং তারা একসাথে রাতের খাবার খেতে বসে।
Jordan, Daisy -র ছোটবেলার বন্ধু ছিল। তিনি আবার একজন খুব ভালো গল্ফ খেলোয়াড় ছিলেন।
আস্তে আস্তে Nick এবং Jordan এর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। Jordan, Nick কে জানায় যে তার বোন Dasiy -র স্বামী Tom -র Myrtle Wilson নামে একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে।
একথা শুনে Nick কাউকে কিছু না বলে গাড়ি করে আবার তার West Egg -র বাড়িতে ফিরে আসে এবং তার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে এইসব নিয়ে ভাবতে থাকে।
হঠাৎ তার নজর পরে তার প্রতিবেশী Jay Gatsby -র অট্টালিকার দিকে।
তার ঘরটি ছিল একটি বিশালাকার অট্টালিকার মতো। সে খুব পার্টি করতে ভালোবাসতো, তাই সে প্রতি শনিবার তার সুবিশাল অট্টালিকায় পার্টির আয়োজন করতো।
অন্যদিকে কিছুদিন পর Tom, Nick কে সাথে নিয়ে New York -র একটা পার্টিতে যায় যেখানে Myrtle আগে থেকেই ছিল। Tom, Nick -র সাথে Myrtle -র পরিচয় করিয়ে দেয়।
ওই Party তে Myrtle খুব মদ্যপান করে ও Tom -র সামনে Daisy কে নিয়ে কিছু ব্যাঙ্গাত্মক কথা বলে তাকে খুব অপমান করে। Tom এতে খুব রাগান্বিত হয়ে যায় এবং Myrtle -র নাক বরাবর ঘুষি মেরে দিয়ে পার্টি ছেড়ে চলে আসে।
ওই ঘটনার কিছুদিন পর একদিন সকালে Jay Gatsby তার পার্টিতে Nick কে প্রথমবার আমন্ত্রণ জানায়।
Nick প্রথমে ইতস্তত অনুভব করলেও, পরে সে তার পার্টিতে যোগদান করে এবং সেখানে সে ভাগ্যক্রমে Jordan এর দেখা পেয়ে যায়।
ওই পার্টিতে Gatsby প্রথমবার Jordan কে তার মনের কথা খুলে বলে।
সে তাকে জানায় Daisy কে সে অনেক আগে থেকেই চেনে এবং ওইসময় থেকেই সে তাকে ভালোবাসে, কিন্তু আজ অব্দি এই কথা সে কাওকে বলেনি। তার এত পার্টি করা, এত বিলাসবহুলভাবে থাকা, শুধুমাত্র Daisy কে প্রভাবিত করার জন্য।
তার কিছুদিন পর Nick এবং Gatsby একদিন একসাথে মধ্যাহ্নভোজন করতে যায়। সেখানে Gatsby, Nick কে প্রভাবিত (impress) করতে চেষ্টা করে।
এই ঘটনার পর একদিন একটা হোটেলে Nick এবং Jordan দেখা করে।
সেখানে Jordan, Nick কে জানায় যে, Gatsby ও Daisy একে অপরকে ১৯১৭ সাল থেকেই চিনতো। তারা পরস্পরকে ভালোওবাসতো।
যদি তুমি Article পড়ার বদলে Video দেখা বেশি পছন্দ করো, তাহলে এই ভিডিওটি থেকেও উপন্যাসটির পুরো ধারনা তুমি পেয়ে যাবে।
কিন্তু Gatsby চাকরি পেয়ে বিদেশে চলে যাওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও Daisy, Tom কে বিয়ে করতে বাধ্য হয়। Jordan, Nick কে অনুরোধ করে সে যাতে তাদের একবার দেখা করিয়ে দেয়।
Nick কিছুদিন এই কথাটা নিয়ে ভাবতে থাকে এবং শেষমেষ ঠিক করে সে Gatsby এবং Daisy -র একবার দেখা করিয়ে দেবে।
একদিন সে Daisy কে West Egg এ আসার জন্য বলে এবং Gatsby কে এটা জানায়।
এটা জানার পর Gatsby মনে মনে একটু বিচলিত হচ্ছিলো, কারণ Daisy তার মনের কথা জেনে কি বলবে, কি প্রতিক্রিয়া দেবে এইসব ভেবে সে খুব দুশ্চিন্তায় ছিল।
Daisy, Nick -র কথায় West Egg শহরে আসে এবং Gatsby -র সাথে দেখা করে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক শুরু হয়ে যায়।
কিছুদিন পর Tom সবাইকে তার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে এবং ওখানে Gatsby ও আসে। তারা একসাথে রাতের খাবার খেতে বসে।
ঐখানে Tom -র প্রথমে কিছুটা সন্দেহ হয় Gatsby এবং Daisy কে নিয়ে।
Read Similar Articles
“Light in August” Novel Full Summary in Bengali – An Ultimate Guide
“The Color Purple” Novel Full Summary In Bengali – An Ultimate Guide
সে তার সন্দেহ দূর করার জন্য New York এ ঘুরতে যাবার একটা পরিকল্পনা করে ও সবাইকে তা জানায়। সবাই তার ঘুরতে যেতে রাজি ও হয়ে যায়।
কয়েকদিন পর তারা New York এ পৌঁছে একটা হোটেলে উঠে।
সেখানে Tom, Gatsby ও Daisy কে একসাথে ঘনিষ্টভাবে দেখে নেয় এবং সে তার সন্দেহের সত্যতা পেয়ে যায়।
এটা দেখার পর তার মাথা খুব গরম হয়ে যায় এবং সে Gatsby কে ডেকে সত্যি কথাটা তার মুখ থেকে জানতে চায়।
Gatsby তখন সত্যিটা নিজের মুখে স্বীকার করে এবং Tom কে জানায় Daisy ও তাকে ভালোবাসে। সে Tom কে আরো জানায় যে, Daisy তাকে বলেছে সে Tom কে কোনোদিনও ভালোবাসেনি।
Tom এই কথা শুনে আরো রেগে যায় এবং Daisy কে ডেকে পাঠায়।
Daisy, Tom কে জানায় যে সে দুইজনকেই ভালবাসে ও Gatsby -র ধারণাটাকে ভুল প্রমাণিত করে।
এটা শুনামাত্র Tom আরো রেগে যায় ও Daisy কে Gatsby -র অবৈধ ব্যবসাবাণিজ্যের ব্যাপারে অবগত করে।
এইসব কথা জেনে Daisy, Gatsby -কে অনেক অপমান করে ও জানিয়ে দেয় যে সে Tom -র সাথেই থাকতে চায়। Gatsby, Daisy -র কথা শুনামাত্র পুরো চুপচাপ হয়ে যায়।
এদিকে Tom ও তাকে তার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক অপমান করলো। সে সব মুখ বুজে সহ্য করে গেল।
সবশেষে সে Tom কে জানালো, সে কোনোদিন আর Daisy কে জ্বালাতন করবে না। এই কথা বলে সে ওখান থেকে চলে আসলো।
অতপর Tom স্থির করলো তারা New York থেকে বাড়ি ফিরে আসবে।
East Egg -এ ফিরে আসার সময় Tom ঘৃণাপূর্ণভাবে Daisy কে Gatsby -র সাথে গাড়ি করে আসতে বলে।
এই কথা বলে Nick, Tom ও Jordan অন্য গাড়ি নিয়ে রওয়ানা দেয়।
কিছুদূর আসার পর হটাত্ তাদের নজরে পড়ে যে Gatsby -র গাড়ীর দুর্ঘটনা হয়ে গেছে। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে কাছে এসে তারা দেখতে পায় দুর্ঘটনায় Myrtle মারা গেছে।
Gatsby, Nick কে জানায় যে আসলে Daisy গাড়ি চালাচ্ছিল, কিন্তু এই দুর্ঘটনার দায়ভার সে সম্পূর্ণভাবে নিজের উপর নিয়ে নেবে।
তখন Nick, Gatsby কে বলে ওখান থেকে পালিয়ে যেতে। কিন্তু Gatsby পালিয়ে যাবে না বলে দেয় সরাসরি। Tom তাকে অনেক গালিগালাজ করে।
বাড়ি ফিরে এসেও Tom শান্ত হয়নি। সে Myrtle -এর স্বামী George কে গিয়ে বলে দেয়, Gatsby ই সেই ব্যাক্তি যার কারণে Myrtle -র দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
George তখন তার স্ত্রীর হত্যাকারীকে খুঁজছিলো। সে ঐ ঘটনাটাকে দুর্ঘটনা না হত্যা হিসেবে ভাবতো। সে মনে করেছিল যার কারণে তার স্ত্রী মারা গেছে ওই ব্যাক্তিই তার স্ত্রীর প্রেমিক ছিল।
Tom -র কাছ থেকে সত্যি ঘটনা জানার পর George বন্দুক নিয়ে Gatsby কে হত্যা করার জন্য চলে যায় Gatsby -র বাড়িতে। ওখানে গিয়ে সুইমিং পূলে স্নানরত অবস্থায় থাকা Gatsby কে সে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে।
Gatsby -র হত্যার কিছুদিন পর Nick জানতে পারে যে, Tom গিয়ে George কে বলেছিলো যে Gatsby -র গাড়ি দিয়েই Myrtle -র দুর্ঘটনা হয়েছিল যা শুনে George তাকে হত্যা করে।
এই কথা জানার পর Nick খুব কষ্ট পায় এবং তার কাছে Gatsby -র জন্য সম্মান অনেক বেড়ে যায়।
সে Gatsby -র জন্য অন্ত্যেষ্টিক্রিয়ার (Funeral) আয়োজন করে, যেখানে Gatsby -র বাবা Henry Gatz ছাড়া আর কেউ আসেনি।
এইসব ঘটনার পর Nick মানসিক দিক দিয়ে এক অশান্তিকর পরিবেশে বসবাস করছিলো। তাই সে Jordan -র সাথে তার সমস্ত সম্পর্কের ইতি টেনে আবার Minnesota তে ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয়।
চলে যাবার পূর্বে সে শেষবারের মত একবার Gatsby -র বাড়িতে যায়।
ওখানে গিয়ে সে তাদের সমস্ত পুরোনো স্মৃতিচারণ করে ও তারপর সে চিরতরের জন্য Minnesota -র উদ্দ্যেশ্যে রওয়ানা দেয়।
লেখক এখানেই এই উপন্যাসের ইতি টানেন।
আশা করি “The Great Gatsby” উপন্যাসটি তোমাদের ভালো লাগবে এবং যদি এটা থেকে তোমরা কিছু শিখতে পারো তবে এটা আমার কাছে অতি আনন্দের বিষয়।
যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় তোমার মতে আমি Miss করে থাকি তাহলে তুমি নিশ্চয় আমাদের সাথে সেটা Share (শেয়ার) করো নিচে Comments (কমেন্টস) Box এ তোমার মতামত জানানোর মাধ্যমে।
আর যদি তোমার এই উপন্যাসটি ভালো লাগে অবশ্যই Share (শেয়ার) করো সবার সাথে।
আরও পড়ুন– IGNOU GUIDES.
এমন আরো তথ্য পাওয়ার জন্য আমাকে Follow করুন 👉🏽👉🏽 Facebook, Instagram & Twitter.
IGNOU M.A English সম্পর্কিত এমন আরো Video পাওয়ার জন্য Subscribe করুন আমার YouTube চ্যানেলটি।
Join KathaBarta on Social Media 👉🏽👉🏽 Facebook, Twitter & YouTube.